Mon Poboner Kheya Song Lyrics (মন পবনের খেয়া) by Imran
নীল খুঁজে পাই যদি ওই দু'চোখে
সে চোখেই দেখবো আকাশ,
হোক না সীমানা পেরিয়ে তা
তোমাতেই আমার বসবাস।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলো না..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু'জন মন দেয়া নেয়ায়।
হো.. ঢেউয়ে ঢেউয়ে নদী জলে
অচেনা অতলে হারিয়ে মন যাক না ..
চোখে নিয়ে ভালোবাসা,
মেঘের নায়ে ভাসা অজানা ঠিকানা।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলো না ..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু'জন মন দেয়া নেয়ায়।
চোখে চোখে হেসে বলে
স্বপ্নেরা দলে দলে সাজিয়ে রাত থাকো না।
হাত ছুঁয়ে দাও ভুলে,
আঙ্গুলে আঙ্গুলে না বলা কথা আঁকো না।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলোনা ..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু'জন মন দেয়া নেয়ায়।
হো.. তোমার ভালোবাসায়, হা হা..
হারিয়ে গেছি যেন, হা হা..
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু'জন মন দেয়া নেয়ায়।
Song : Mon Poboner Kheya
Singer : Imran & Kona
Lyrics : Anwar Hossain Ador
Tune & Music : Sajid Sarker
Singer : Imran & Kona
Lyrics : Anwar Hossain Ador
Tune & Music : Sajid Sarker