Bera Jaal Song Lyrics (বেড়া জাল) Ishan Mitra






একটা মানুষ ছিল গল্প ভরা
একলা শেষের সারিতে,
একলা মানুষ কিছু অল্প তারা
কাঁদতো রাতের বাড়িতে।

তার ছেঁড়া তার নৌকোর হাহাকার
বালুচর ঘুরে মরেছে,
তার বেড়াজাল বারবার ছুঁয়ে নোনাজল
জানলা জুড়ে পুড়েছে।
সূর্য হারা রাতে,
শিকল হাতে আকাশ খুঁজোনা
এ আঁধার রাতের তরণী,
যে পার করোনি এ পথ অজানা।

থেমোনা এ রাতে জোছনা কাঁদে
জেগোনা জেগেছে মোহনায়,
আজ বাঁচতে চাইছে কেউ কি অবেলায়
আগুনে ফাগুন বুনেছে,
আজ বাঁচতে চাইছে কেউ কি মহাকাশ
পাঁজরে জাহাজ এঁকেছে,
সূর্য হারা রাতে,
শিকল হাতে আকাশ খুঁজো না,
এ আঁধার রাতের তরণী
যে পার করনি এ পথ অজানা।


Song Name : Bera Jaal
Web Series : Montu Pilot
Singer : Ishan Mitra
Lyrics : Debaloy Bhattacharya


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url