Boro Loker Beti Bangla Song Lyrics | Genda Phool Bangla Song





বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথা বেঁধে দেবো লাল গেন্দা ফুল,
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

দেখে ছিলাম শরানে ওরে শরানে
দেখে ছিলাম শরানে ওরে শরানে,
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

ওরে লাল ধুলোর শরানে ওরে শরানে,
লাল ধুলোর শরানে ওরে শরানে,
ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিঁথেনে
ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিঁথেনে,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

ওরে যা কেনে কোথা যাবি ওরে ও যাবি
যা কেনে কোথা যাবি ওরে ও যাবি,
দু'দিন পরে আমার ছাড়া আর কার বা হবি
দু'দিন পরে আমার ছাড়া আর কার বা হবি,
বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।



Song : Baro Loker Beti Lo
Singer : Swapna Chakraborty
Original Lyrics & Tune : Ratan Kahar
Label : Saregama



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url