Bodhu Song Lyrics ( পলাশের লালে ধরা দিলো না ) Kazi Shuvo
পলাশের লালে ধরা দিলো না
পিরিতের জালে মন ছিল না,
পলাশের লালে ধরা দিলো না
পিরিতের জালে মন ছিল না,
কি নেশা তোর চোখে আছে গো
ও বধূ, ও বধূ রে
মন আমার দেউলিয়া তোর তরে,
ও বধূ, ও বধূ রে
মন আমার দেউলিয়া তোর তরে।।
কালা দীঘির জলে কত রে ফুল ফোটে
ভোমরা কেন মাতাল হয়ে জোটে না,
যে নেশায় আগুন বুকে
জ্বলে গো তোরই রূপের ছোঁয়াতে,
ও বধূ, ও বধূ রে
মাতাল আমি তোর প্রেমের ঘোরে,
ও বধূ, ও বধূ রে
মন আমার দেউলিয়া তোর তরে।।
সূয্যি ডুবে গেলো সন্ধ্যা কে নামালো
চাঁদ হয়ে সাজালো জোছনা রে,
পিরিতের আলো হয়ে
ঝরে পড়ে তোরই চোখের মায়াতে,
ও বধূ, ও বধূ রে
বুক আমার আকু পাকু করে,
ও বধূ, ও বধূ রে
মন আমার দেউলিয়া তোর তরে।
Song : Bodhu
Singer : Kazi Shuvo
Lyrics & Tune : Avijit Lahiri
Music : Safi Mahmud Robin
Director : Saikat Reza
#Bodhu #KaziShuvo #SaikatReza