Tumi Ele Song Lyrics ( তুমি এলে লিরিক্স ) Asif Akbar Bangla New Song 2020
তুমি এলে এ হাওয়ায়
আলো নামে দু'ডানায়
ভালো লাগা বেড়ে যায়,
ধীরে ধীরে এ শহরে
ঝরে পড়ে কত না রঙ,
কত রঙিন রূপকথা গান
গেয়ে ওঠে এই অভিমান।
ডুবে আছি সেই ঘোরে
ভেবে তোমায় রাত ভোরে,
বলি বলি করে বুকে
কত কথা জমে থাকে,
বলা হলো না আজও
জানা হলো না আজও।
তুমি মন ছুঁয়ে দাও
ডেকে নাও আজ আবার,
হতে দাও আজ আমায়
শুধু যে তোমার,
তুমি এলে এ হাওয়ায়
আলো নামে দু'ডানায়,
ভালো লাগা বেড়ে যায়
ধীরে ধীরে এশহরে
ঝরে পড়ে কত না রঙ,
কত রঙিন রূপকথা গান
গেয়ে ওঠে এই অভিমান।
তুমি ছাড়া আনমনা
দিশাহারা দিন গোনা,
কেন এতো ভালোবাসি
বোঝাতে পারিনা আমি,
বুঝে নিও আমাকে
খুজে নিও স্বপ্নকে।
এসময় থেমে যাক
মিশে যাক এ হিয়ায়,
কথা দাও যেন হয়
এ ভালোবাসায়,
তুমি এলে এ হাওয়ায়
আলো নামে দু ডানায়,
ভালো লাগা বেড়ে যায়
ধীরে ধীরে এশহরে
ঝরে পড়ে কত না রং,
কত রঙিন রূপকথা গান
গেয়ে ওঠে এই অভিমান।
Song: Tumi Ele
Singer: Asif Akbar & Mowtushi
Lyrics: Rajiv Dutta
Tune: Partha Pratim Acharjee ( Bappy )
#TumiEle
#AsifAkbar
#Mowtushi
#RajivDutta
#ParthaPratimAcharjeeBappy
#SouravBabaiChakraborty
#YaminElan
#তুমিএলে