Mone Mane Na Song Lyrics ( মন মানে না লিরিক্স ) Samz Vai Eid New Music





তোরে ছাড়া আর ভালোলাগেনা
কেন রে তুই বুঝিস না?
একা পাখি বাঁকা চোখে আর দেখেনা
তোর ওই মায়াবী চেহারা।

আরে যাবি যদি উড়ে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙ্গাল
সুখ ছাড়লি কোন বাজারে?

মনে মানে না সখি, দিলে বুঝেনা
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলোনা।।

ওরে সাজবি যদি সখের পুতুল
আসলি কেন এই জীবনে?
আমার সাদা-মাটা জীবন
ডুবলো রঙ্গিন স্বপনে।

কাটলো বেলা দুঃখ-বিলাসে
তোর স্মৃতি চারণে,
আজও মরি ভেবে তোকে
কারণে অকারণে।

আরে যাবি যদি উড়ে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙ্গাল
সুখ ছাড়লি কোন বাজারে?

মনে মানে না সখি, দিলে বুঝে না
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলোনা।।

কত আশা বাঁধিলাম সুখের তীরে যাবো বলে
ভাঙ্গা তরী বৈঠা ছাড়া ভাসলো স্রোতের জলে,
আমায় ঘুড়ির মতো ক্যান উড়াইয়া
ছাইড়া দিলি পরে?
তোর মতো তুই সাজাইলি সব
পর করে আমারে।

আরে যাবি যদি উরে
কেন ব্যথা দিলি মোরে,
সঙ্গ দিয়া এই আমারে গেলি অন্যের ঘরে।
কার সাজাইলি অন্তরে
তোর ওই মায়ারই আদোরে,
বানায় মোরে দুঃখের কাঙাল
সুখ ছাড়লি কোন বাজারে?

মনে মানে না সখি, দিলে বুঝেনা
তোরে ছাড়া একা সময়
আর তো কাটেনা,
পুড়া কলিজাতেও কেন দিলি যাতনা
মনের দুঃখ রইলো মনে
কেউ তো জানলো না।





Song : Mone Mane Na  (মন মানে না)
Singer : Samz Vai
Lyric & Tune : Samz Vai

Music : Sahriar Rafat


#MoneManeNa_NewEidSong2020
#SamzVai
#SahriarRafat
#মন মানে না
#আরমান_আলিফ
#SamzVai_NewSong2020
#SamzVai_EidSong2020
#NewSong
#BanglaSong
#NewSong2020
#BanglaSong2020
#BanglaNewSong2020
#GSeriesSongs2020 
#GSeriesMusic




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url