Jodi Kokhono Song Lyrics ( যদি কখনো ) Samz Vai DJ Alvee Bangla New Song 2020



যারে দেখিলে এ মন যায় ভরে

সে কী করে লুকিয়ে থাকে গো দূরে

আমার বুক চাপা কান্না

সে তো আর দেখে না

মায়া কী সে বুঝবে কী করে


যদি আমি বিনে তোমার মনে

সুখ বয়ে যায়

তবে আমার সুখের আলো ক্যান

তোমারও ছায়ায়

আমি ভালো কী বেসেছিলাম

তোমার এই দেখা তবে


কিছু প্রশ্ন রহিল জমা তোমারই খামে

বলো কে করিবে কারে ক্ষমা নিজেরই নামে

কেন আমারই বেলায় মন হবে


যদি কখনো তোমারও

আমারই কথা মনে পড়ে যায়

আসিও ফিরিয়া আবার

সখী তুমি নির্দ্বিধায়


যদি কখনো তোমারও

আমারই কথা মনে পড়ে যায়

আসিও ফিরিয়া আবার

সখী তুমি নির্দ্বিধায়


তুমি কথা দিয়েছিলে

কখনো ছেড়ে যাবেনা

সেই কথা কি মনে পড়েনা


তুমি শুনবেনা কারো কথা

এই আমি হীনা

ভুলে গেলে কি সব বাহানা


কী করে আনমনে তোমারও সনে

মধুময় আলাপন

কার সে ছোঁয়াতে পড়ে গেলে মায়াতে 

কে নিল আমারই স্বপন


যদি কখনো তোমারও

আমারই কথা মনে পড়ে যায়

আসিও ফিরিয়া আবার

সখী তুমি নির্দ্বিধায়

যদি কখনো তোমারও

আমারই কথা মনে পড়ে যায়

আসিও ফিরিয়া আবার

সখী তুমি নির্দ্বিধায়




Song : Jodi Kokhono  (যদি কখনো)

Singer : Samz Vai

Lyric & Tune : Samz Vai

Music : DJ Alvee



#Jodi_Kokhono_NewSong2020 #Samz_Vai_NewSong2020 #DJ_Alvee #যদি_কখনো #Samz_Vai_HitSong2020 #DJ_Alvee_NewSong2020 #NewSong #BanglaSong #NewSong2020 #BanglaSong2020


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url