Ekta Golpo Shon Lyrics (একটা গল্প শোন লিরিক্স ) Porshi | Avraal Sahir

 

একটা গল্প শোন, দুজনের আলাপন

আমি করিনি গোপন তোর কাছে কিছু

একলা মনের কোন, তুই এসে স্বপ্ন বোন

আমি রাখিনি তো এই মন কারো পিছু।


ঢেলে দিয়ে আদর মোড়াবো, রঙ্গিন খামে

বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে।


একটা গল্প শোন, দুজনের আলাপন

আমি করিনি গোপন তোর কাছে কিছু

একলা মনের কোন, তুই এসে স্বপ্ন বোন

আমি রাখিনি তো এই মন কারো পিছু।


তোর স্বপ্নে রোজ পাহারায় ঘুম হয়ে থাকি

ভোরের প্রথম আলোয় পাখি হয়ে ডাকি

সবটা জেনেও আমি মনে মনে হাসি

কাছে এসে বুঝেনে না কত ভালবাসি।

 

কি যে আমার হলো,

সবই লাগে এলোমেলো

কথাগুলো জমা আছে বুকের বামে

ঢেলে দিয়ে আদর মোড়াবো, রঙ্গিন খামে

বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে। 


গাছের ডালে দুজনে,

বানাবো ছোট্ট ঘর

চাঁদনী রাতে তোকে পেলে

চাইনা আমি ভোর।

 

নদীর জলে ভাসবো,

পদ্ম হয়ে চল

সব হারিয়ে আমার পাশে

থাকবি কি তুই বল।


কি যে আমার হলো

সবই লাগে এলোমেলো

কথাগুলো জমা আছে বুকের বামে

ঢেলে দিয়ে আদর মোড়াবো, রঙ্গিন খামে

বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে।



Song : Ekta Golpo Shon

Singer : Porshi & Avraal Sahir

Lyrics : M A Alam Shuvo 

Tune & Music : Avraal Sahir 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url