Shada Shada Kala Kala Lyrics (সাদা সাদা কালা কালা) | Chanchal Chowdhury

 


Shada Shada Kala Kala Lyrics In Bengali


তুমি বন্ধু কালা পাখি 

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি। 


সাদা সাদা কালা কালা 

রং জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা 

রং জমেছে সাদা কালা,

হইছি আমি মন পাগলা 

বসন্ত কালে। 

তুমি বন্ধু কালা পাখি 

আমি যেন কি ?


বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি,

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি।


পিরিত ভালা গলার মালা 

বল্লে কি আর হয়,

যারে ভালো লাগে আমার 

দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু 

চোখে নেশা হয়। 


সাদা সাদা কালা কালা 

রঙ জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা 

রঙ জমেছে সাদা কালা,

হইছি আমি মন পাগলা 

বসন্ত কালে ..


তুমি বন্ধু কালা পাখি 

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি,

বসন্ত কালে তোমায় 

বলতে পারিনি।  



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url