নদীর বুকে চাঁদ লিরিক্স Nodir Buke Chad Lyrics- আইয়ুব বাচ্চু


নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়, 


নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়।

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়, 


উথাল পাথাল এইকুল ওকুল

দুই কুলে কেহ নাই

নদীর পাঁড়ে কাশেরফুল

আকাশ বাইয়া পাখি যায়।


এই আমার দুই চোখে

তবু তোমার রুপের

চমকে চমকায়।


নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়।


নাও ছুটেছে ঢেউয়ে ঢেউয়ে

তুমি আমি সংগী নাই

জোড়াতালির ছেড়া পালে

দুষ্টু হাওয়া ঢেউ খেলায়।


এই আমার দুই চোখে

তবু তোমার রুপের

চমকে চমকায়।


নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়।

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়।


নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়।

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়।


Nodir buke chad song lyrics ( নদীর বুকে চাঁদ ) – Ayub Bachchu


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url