Bhalo Thakar Thikanay Lyrics ( ভালো থাকার ঠিকানায় লিরিক্স ) Tanjib Sarowar





হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম
ভুলতে পারিনি তোমার নাম।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।।

এতোদিনে ভুলে যাওয়ার কথা
মনে রাখার মতো ঘটেনি কিছু,
স্মৃতির সাথে হয়েছে সমঝতা
যাচ্ছি আমি তারই পিছু পিছু।

কিছু মানুষ ভাবে, কোথায় তারা যাবে
তাদের মনে দুঃখ কানায় কানায়।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।

হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম
ভুলতে পারিনি তোমার নাম।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।





Song: Bhalo Thakar Thikanay | ভালো থাকার ঠিকানায় 
Singer: Tanjib Sarowar
Lyric: Shomeshwar Oli
Tune & Music: Sajid Sarkar
Drama: Chayachobi
Cast: Apura & Mehazabien
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url