Amar Deher Vetore Song Lyrics ( আমার দেহের ভেতরে ) Ankur Mahamud Feat Moyuri New Song 2020
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে
আমি তোর ইশারায় বাঁচতে পারি
মরতে পারি রোজ
আমি জানিনা কী করে বন্ধু
পাবো যে তোর খোঁজ
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে...
চোখ দুটো তোর মায়ায় ভরা
নেই তুলনা তোর
শুধু তোরে ভালোবেসে রাত
হয়ে যাবে ভোর
চোখ দুটো তোর মায়ায় ভরা
নেই তুলনা তোর
শুধু তোরে ভালোবেসে রাত
হয়ে যাবে ভোর
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে
এই বুকেরই মধ্যখানে রাখবো যে তোরে
না তোরে আমি পেলে হায় যাব যে মরে
এই বুকেরই মধ্যখানে রাখবো যে তোরে
না পেলে যে তোরে আমি যাব যে মরে
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে...
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে...
আমি তোর ইশারায় বাঁচতে পারি
মরতে পারি রোজ
আমি জানিনা কী করে বন্ধু
পাবো যে তোর খোঁজ
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে
আমার দেহের ভেতরে
আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে
শুধু তুই বন্ধুরে
Song: Amar Deher Vetore (আমার দেহের ভেতরে)
Singer: Moyuri (Shopnojal Band)
Lyrics & Tune: Robiul Islam Robi
Guitar: Shihab Rayhan
Music: Ankur Mahamud
#AmarDeherVetore #Moyuri #AnkurMahamud #EagleMusic #ShopnojalBand #BangladeshiSong #BangladeshiMusic #RomanticSong
thanks For Sharing This Post. this is a very helpful post for me. Hazabhai.Com
Thankyou :)