Icche Khame Song Lyrics ( ইচ্ছে খামে লিরিক্স ) Rupak Tiary New Bengali Song

 


এ কেমন রংমিছিল

আনকোরা ইচ্ছেডানায়,

এ যেমন অন্তমিল

মুখচোরা গল্পেই মানায়।


কত কথা বলে যায়, কত প্রেম ছুঁয়ে যায়

এভাবেই স্বভাবে, থেকে যা তুই আমার

ওই নিস্পলক সীমানায়।


তুই আমার অন্তহীন ঠিকানা ইচ্ছেখামে

তুই আমার গল্পহীন কল্পনা অভিমানে।


ওই দূরে ভেসে মহাকাশ টুপ-টাপ বৃষ্টি শুনে

ওই নীলে বুঝি ডুবলো দু'চোখ তোর কথা বলে,

তুই ছুঁয়ে যাস রাগে, এই মনের গহীনে

আমি জড়িয়ে আছি তোরই ডাকনামে।


কত কথা বলে যায়, কত প্রেম ছুঁয়ে যায়

এভাবেই স্বভাবে থেকে যা তুই আমার

ওই নিস্পলক সীমানায়।


তুই আমার অন্তহীন ঠিকানা ইচ্ছেখামে

তুই আমার গল্পহীন কল্পনা অভিমানে।




Singer - Rupak Tiary

Lyricist - Jayanta Biswas

Composer - Rupak Tiary

Programming , Mix & Master - Rupak Tiary 

Vocals Recorded at Rupak's Studio

Cast - Saikat Dey,Snigdha Ghosh,Mukul Kumar Jana




Next Post Previous Post
1 Comments
  • Md. Mahfuzur Rahman
    Md. Mahfuzur Rahman June 21, 2021 at 11:19 PM

    thanks For Sharing This Post. this is a very helpful post for me. Hazabhai.Com

Add Comment
comment url