Janina Keno Song Lyrics ( জানিনা কেন ) Keshab Dey Bengali Romantic Love Song



 জানিনা কেনো তোকে এতো ভালো লাগে

হোতোনা এমন তো আগে

ঈশারায় বুঝে নে যা বলার আছে


পারবোনা বলে বোঝাতে

হতে পারি তোর চোখের ওই কাজল

হতে পারি তোর শাড়ীর ওই আঁচল

যেখানে শুধু থাকবো তুই আর আমি


সঙ্গে চল

কোন দেশে পা ফেলি

কোন পাড়া কোন গলি

কোন ঠিকানা থেকে তুই এলি


ঈচ্ছে করে খুব দূরে দুজনে

মেঘ হয়ে ভেসে যাই

সীমাহীন শহরের গভীরে

তোর সাথে হারিয়ে যাই

শুধু তোরই নাামে

এ সময় থামে

আমি স্বপ্ন ফেরি করে যাই


আজ হাওয়ারা চুপ করে ঈশারায়

তোর কথা বলে যাই

মাতাল আমায় করে যায় ববারেবার

তোর চোখের নেশা হায়

যদি রাজি থাকিস

তুই আমাকে ডাকিস

আমি একলা  রাতে তোকে চাই




Song - Janina Keno

Singer - Keshab Dey

Tune - KD

Lyrics - Badal

Music - Keshab Dey


#Keshabdey #BengaliRomanticsong

Next Post Previous Post
2 Comments
  • Md. Mahfuzur Rahman
    Md. Mahfuzur Rahman June 21, 2021 at 11:19 PM

    thanks For Sharing This Post. this is a very helpful post for me. Hazabhai.Com

    • No Name
      No Name August 16, 2021 at 2:34 AM

      (y)

Add Comment
comment url