Cholo Na Harai Song Lyrics ( চলনা হারাই ) Natok Premikar Biye Prottoy Khan





চলনা আজ হারাই
এক আকাশে দুজনায় ।
প্রেম সাগরে ঢেউ হয়ে
ভাসি দুজন মোহনায় ।
চলনা আজ হারাই
এক আকাশে দুজনায় ।

প্রেম সাগরে ঢেউ হয়ে
ভাসি দুজন মোহনায় ।
আছো তুমি হৃদয় জুড়ে
থাকবো স্বপ্নের অনুরনে ।

চলনা আজ হারাই
এক আকাশে দুজনায় ।
প্রেম সাগরে ঢেউ হয়ে
ভাসি দুজন মোহনায় ।

তুমি হীনা হৃদয় মাঝে
স্বপ্নরা চোখ মেলে না ।
তুমি হীনা অন্তর জুড়ে
সুখের প্রদীপ জ্বলে না ।

আছো তুমি হৃদয় জুড়ে
থাকবো স্বপ্নের অনুরনে ।
চলনা আজ হারাই
এক আকাশে দুজনায় ।
প্রেম সাগরে ঢেউ হয়ে
ভাসি দুজন মোহনায় ।

তুমি দূরে থেকো না
থাকলে দূরে মন পুড়ে ।
কাছে এসে বলো আমায়
থাকবে জীবন জুড়ে ।

আছো তুমি হৃদয় জুড়ে
থাকবো স্বপ্নের অনুরনে ।
চলনা আজ হারাই
এক আকাশে দুজনায় ।
প্রেম সাগরে ঢেউ হয়ে
ভাসি দুজন মোহনায় ।





Song: Cholo Na Harai (চলনা হারাই)
Vocal: Prottoy Khan
Lyrics: Ziauddin Alam 
Tune & Music: Prottoy Khan



#CholoNaHarai #ProttoyKhan #EagleMusic #ZaherAlvi #IshanaAdrija #Rabina #BangladeshiSong #BangladeshiMusic


Next Post Previous Post
1 Comments
  • Sayan Ghosal
    Sayan Ghosal April 7, 2021 at 11:37 PM

    Thank you for sharing this. Please visit SGMp3Songs to get Monta Vison Kade, Samz Vai song Lyrics.

Add Comment
comment url