ও বিজলী চলে যেও না লিরিক্স - জেমস - O bijli chole jeyona










চোখের দেখাই মনের দেখা হয়, 

চোখের দেখাই যদি মনে রয়

ভালোবেসে তোমরা তাকে কি বলবে? কি বলবে?

ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না


সব কথা কি খুলে বলা যায়? 

কিছু হবে চোখের ইশারায়গো বন্ধু. 

কিছু হবে চোখের চাহনিতে সইগো কি বলবে?

ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না


মনে আমায় ধরেছে নেশা, 

বুকে আমার কামনার তৃষ্ণা

রূপের যাদু বড় যাদু গো, মনের মায়া বড় মায়া গো

মায়ার জালে পরেছি ধরা, ও বিজলী...

ও বিজলী চলে যেও না, 

ও বিজলী চলে যেও না


বাহরে বাহ বিজলী,

তোমায় আমি করেছি নিশানা,

মনের আড়াল হতে দিব না

হিয়ায় বাঁধা পরেছে হিয়া, 


কোনদিনও ছেড়ে যেও না গো সোনা

যাইও না, 

যাইও না চলিয়া ও বিজলী...

ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url