Danger Love Natok Song Lyrics Bangla Natok Song 2020
ঢেকে দিলো ব্যাবধান,
দেখা হয়ে গেলো তাই আবার
মিলেছি দুটিতে এই আমি কিছুতে
হারাতে দেবো না তোকে আর,
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে…
তোর ওই হাসি দেখে যায়,
নিয়ে একে একে সব অভিমানের আয়নায়
তুই তো এমন কেউ যা
যার সাথে কখনো রাগ করে থাকা যায়না
তোর ওই হাসি দেখে যায়,
নিয়ে একে একে সব অভিমানের আয়নায়
তুই তো এমন কেউ যা
যার সাথে কখনো রাগ করে থাকা যায়না
ভালোবাসি বলে প্রতিদিনই চলে
তোর মনে আসা আর যাওয়া,
থাকতে যদি চাই, সেখানে সবসময়
হবে কি তা খুব বেশি চাওয়া ?
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে…
তোর ওই হাসি দেখে যায়,
নিয়ে একে একে সব অভিমানের আয়নায়
তুই তো এমন কেউ যা
যার সাথে কখনো রাগ করে থাকা যায়না..
মন যখন থাকে,ছুঁয়ে কষ্ট টাকে
যদি তখন তোর দেখা পাই,
সবকিছু ভুলে প্রিয়সুর তুলে,
মনটা ভালো হয়ে যায়…
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে…
তোর ওই হাসি দেখে যায়,
নিয়ে একে একে সব অভিমানের আয়নায়
তুই তো এমন কেউ যা
যার সাথে কখনো রাগ করে থাকা যায়না.
Song: Rag Korey Thaka Jai Na
Singer: Mahtim Sakib
Lyric & Tune: Snahashish Ghosh
