Bohemian Song Lyrics ( তোমার ঘর তোমার উঠোন ) Tanjib Sarowar | Afran Nisho | Mehazabien
তোমার ঘর তোমার উঠোন
তোমার পাড়ায়,
আমি কেউ নই জানি
আমি এক বোহেমিয়ান।
তোমার মন তোমার জীবন
চোখের তারায়,
আমি কেউ নই জানি
আমি এক বোহেমিয়ান।
আমি আকাশের মতো তোমার ঘরের
বাইরে থাকি,
আমি বাতাসের মতো বাঁশির সুরে
তোমায় ডাকি।
তুমি বিড়বিড়িয়ে কইছো কথা
আমার চিন্তা ধারায়,
যেন শিরশিরিয়ে বইছো তুমি
আমার শীরদাঁড়ায়।
আমি খুব গভীরে এই অনুভব
জড়িয়ে রাখি,
অনুভূতির হাজার গল্প এখনও
বলা বাকী।
আমি আকাশের মতো তোমার ঘরের
বাইরে থাকি,
আমি বাতাসের মতো বাঁশির সুরে
তোমায় ডাকি।
তোমার ঘর তোমার উঠোন
তোমার পাড়ায়,
আমি কেউ নই জানি
আমি এক বোহেমিয়ান।
আমি আকাশের মতো তোমার ঘরের
বাইরে থাকি,
আমি বাতাসের মতো বাঁশির সুরে
তোমায় ডাকি।
Song: Bohemian
Singer: Tanjib Sarowar
Lyric: Shomeshwar Oli
Tune & Music: Sajid Sarker
Drama: Ekai 100
Director: Mizanur Rahman Aryan