Bhalo Theko 19 Lyrics ( ভালো থেকো ১৯ লিরিক্স ) Anupam Roy | Prattyush Banerjee





হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো
হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো,
দুললে দোলো তাল কেটো না
হাল ছেড়ো না, ভালো থেকো।
ওই মনেতে রাগ পুষো না
এই দুনিয়া ভালো রেখো।

হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো ..

গেছে যা তা যাক
নতুন করে কী হারাবে,
ওসব কথা থাক
অতীত ঘেঁটে আর কী পাবে?
উচ্চস্বরে কথা বলো না
এই দুনিয়া ভালো রেখো।

হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো ..

একটুখানি দু'চোখ বুজে,
আজ বলো না ভালো আছো,
মাথার মাঝে খেলতে থাকা
চিন্তারাশি থামিয়েছো।

বৃথা অভিসার
নোনতা জলে পেট ভরাবে,
কিসের খোঁজে আর
অন্ধকারে হাত ডোবাবে।

না জেনে কিছু কথা বলো না
এই দুনিয়া ভালো রেখো।

হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো,
দুললে দোলো তাল কেটো না
হাল ছেড়ো না ভালো থেকো।
ঐ মনেতে রাগ পুষো না
এই দুনিয়া ভালো রেখো।
হোক না যত আঁধার কালো
তবুও তুমি ভালো থেকো






Audio Credits
Lyrics & Vocals : Anupam Roy
Music : Anupam Roy & Prattyush Banerjee
Arrangement and Sarod : Prattyush Banerjee
Bass guitar : Kaustav Biswas
Drums : Sambit Chatterjee
Keyboards : Nabarun Bose
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url