Aj Tumi Durer Bolei ( চেয়েছিলে আমায় তোমার করে নিতে ) Afran Nisho
চেয়েছিলে আমায় তোমার
করে নিতে তুমি পরোনি
সব মেনে ভালোবেসেছিলে তুমি হারোনি।
কেন যে একটু সময় পারিনি আরো দিতে
কি লাভ হলো তোমায় হারিয়ে আমি জিতে।
আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার
আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার ..
কীভাবে কি বলেছিলাম
আজ মনে নেই,
মেনে নিতে পারিনি
পড়ে আছি ক্ষতিতেই।
কেন যে একটু সময় পারিনি আরো দিতে
কি লাভ হলো তোমায় হারিয়ে আমি জিতে।
আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার
আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার ..
কি ভুলে যে ফিরিয়ে ছিলাম
তখন বুঝিনি,
ভেঙ্গে চুরে সব কেনো
ফিরে আসিনি।
কেন যে একটু সময় পারিনি আরো দিতে
কি লাভ হলো তোমায় হারিয়ে আমি জিতে।
আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার
আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার।
Song: Aj Tumi Durer Bolei (আজ তুমি দূরের বলেই)
OST of "Keno"
Vocal: Ishan Mitra
Lyrics: Asif Iqbal
Tune & Composition: Amit-Ishan
Music Arrangement: Amit-Ishan
You are watching One of the most popular Bangla Music Video; "Aj Tumi Durer Bolei | আজ তুমি দূরের বলেই" Original Sound Track Natok "Keno" of on Gaanchill Music.