Majhe Majhe Song Lyrics ( মাঝে মাঝে একা লাগে ) Apurba, Tasnia Farin
মাঝে মাঝে একা লাগে
তোমার দেখা না পেলে,
মাঝে মাঝে শূন্য লাগে
কাছে তুমি না থাকলে।
দূরে কখনো যেও না
দূরে গেলে মন যে বোঝে না,
দূরে কখনো যেও না
দূরে গেলে মন যে বোঝে না।।
মন যে থাকে তোমার মাঝে
দিবা নিশি চাওয়া পাওয়ায়,
থাকে শুধু স্বপ্নের ভাঁজে
ভালোবাসা উড়ু হাওয়ায়।
দূরে কখনো যেও না
দূরে গেলে মন যে বোঝেনা,
দূরে কখনো যেও না
দূরে গেলে মন যে বোঝেনা।।
সুখের জন্য চেয়ে আছি নতুন আলোয়
মনের জমিনে দাও না ভালবাসায় মেখে।
দূরে কখনো যেও না
দূরে গেলে মন যে বোঝে না ।
Song: Majhe Majhe (মাঝে মাঝে)
Singer: Prottoy Khan
Lyric: Ziauddin Alam
Tune & Music: Prottoy Khan
#NatokerGan #EagleMusic #ZiaulFaruqApurba #TasniaFarin #MusicOfBengal
#NatokerGaan #NatokerGan #EagleMusic