Haranor Voy Song Lyrics ( হারানোর ভয় লিরিক্স ) Lockdown Love Natok Song





কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়,


নিজের মানুষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?


তাই তো বেঁধে রাখি তোমায়
এই দু-চোখের সীমানায়।


কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়।।

খুব খেয়ালে রাখি তোমায় সবকিছুরই আগে
ফুলের টোকা যেন তোমার গায়েতে না লাগে।

নিজের মানষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?


তাই তো বেঁধে রাখি তোমায়
এই দুচোখের সীমানায়।

কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হরিয়ে ফেলার মনে ভয়।।

তুমি ছাড়া একেবারে নিঃস্ব যে এই আমি
বেঁচে থেকে কি হবে যদি না থাকো তুমি।

নিজের মানষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?


তাই তো বেঁধে রাখি তোমায়
এই দুচোখের সীমানায়।

কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হরিয়ে ফেলার মনে ভয়।





Song : Haranor Bhoy
Drama : Locdown Love
Singer : Imran Mahmudul
Lyrics & Tune : Snashish Ghosh


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url