Mon Bhalo Hok Song Lyrics ( মন ভালো হোক ) OST Of Victim Afran Nisho





মন ভালো হোক
হোক অভিমান ।

বাজো কানে নীল বেদনার সুখ
ভেঙ্গে ফেলে দাও প্রানের বন্দিশালা ।

উজাড় করে বলতে সকল কথা
হৃদয়ের বন্ধ কোপ আগলে লে
খোলো নিজের এক ছোট্টো জানালা ।

হৃদয়ের বন্ধ কোপ আগলে লে
খোলো নিজের এক ছোট্টো জানালা ।

একটা জানালা থাকুক তোমার
ভীষণ আপনজন ।

যখন ইচ্ছে তখন খুলে হিয়ে
দেখৌ কে আপন ।

একটা জানালা থাকুক তোমার
ভীষণ আপনজন ।

যখন ইচ্ছে তখন খুলে হিয়ে
দেখৌ কে আপন ।

জানালার কাছে উজাড় করে
জানাও তোমার সকল অভিযোগ ।

অথবা শোনাও সুখের অনুভুতি
জানালার অন্ধকারে ইচ্ছে মত ।

আঁকতে পারো রোদেলা দুপুর
পূর্ণ চাঁদের আলো ।

আঁকতে পারো রোদেলা দুপুর
পূর্ণ চাঁদের আলো ।

একটা জানালা থাকুক তোমার
ভীষণ আপনজন ।

যখন ইচ্ছে তখন খুলে হিয়ে
দেখৌ কে আপন ।

একটা জানালা থাকুক তোমার
ভীষণ আপনজন ।

যখন ইচ্ছে তখন খুলে হিয়ে
দেখৌ কে আপন ।





Song: Mon Bhalo Hok
Artist: Elita Karim
Cast: Aupee Karim, Afran Nisho, Safa Kabir
Lyrics: Vashkar Abedin
Composition: Ekram Wasi & Zakir Hossain


#MonBhaloHok #Victim #AupeeKarim 
#MonBhaloHok#Victim#AupeeKarim#AfranNisho#LiveTech


Presenting song from bangla Telefilm "Victim” Directed by Ashfaque Nipun and produced by Turn. Star Cast Aupee Karim, Afran Nisho, Safa Kabir.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url