Palongko Sajailam Go Lyrics ( পালস্ক সাজাইলাম গো লিরিক্স ) Tosiba Sylheti Song
সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী তসিবা। গানটির র্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। গানটির সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। নিয়মিত নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। গত ৩০ জুলাই শুক্রবার মেট্রোরেল ডিপোতে সংগৃহীত কথা ও সুরে সিলেটের একটি আঞ্চলিক বিয়ের গান পুনরায় চালু করা হয়। গানটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে এবং সর্বস্তরে প্রশংসিত হয়।
গান : পালঙ্ক সাজাইলাম গো
শিল্পী : তসিবা বেগম
কথা ও সুর : সংগৃহীত
র্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন : মাহমুদুল হাসান
নৃত্য: 'ইত্যাদি'-এর নিয়মিত নৃত্যশিল্পীরা।
সংগীতায়োজন : নাভেদ পারভেজ
নির্মাণ : ফাগুন অডিও ভিশন
নির্দেশনা : হানিফ সংকেত
আমি পালস্ক সাজাইলাম গো লিরিক্স -
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
হে গো খুসি মনে বইছে দামান
রুমাল মুখে দিয়া
হে গো হাসি মনে বইছে দামান।
রুমাল মুখে দিয়া।
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
হে গো কইন্যার মায়ে কান্দোইন করোইন
উন্দালে বসিয়া,
হে গো কইন্যার মায়ে কান্দোইন করোইন
উন্দালে বসিয়া।
আমার এতো মায়ার পুরি আমি
কেমনে ফিতাম বিয়া
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া।
পালস্ক সাজানো হলো,
ফুলের মালা দিয়া
দামান আসিয়া পরছে দেখো,
মুখে রুমাল দিয়া।
দিতাম না তো ডুকতে,
চালু ভেতর সবে গিয়া
দামানের টেকা সব নিমু,
ফিতা কাটাইয়া নিয়া।
আমরার পুরি বহুত ভালা
কিতা ভাবছো মিয়া
আমরার চখোত ধুলা দিয়া,
যাইবা পুরি নিয়া
আছোইন,যতো চাচা,খালা,নানা,দাদা,নাতি
আক্কোয়া সবে হাসি মুখে,
নাচি,গাই আর মাতি।
হে গো হাসি মনে বইছে দামান।
রুমাল মুখে দিয়া,
হে গো খুসি মনে বইছে দামান
রুমাল মুখে দিয়া,
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া,
হে গো কইন্যার বাবার মন মরা
কান্দোন ও দেখিয়া,
হে গো কইন্যার বাবার মন মরা
কান্দোন ও দেখিয়া।
আমার ঘরের লক্ষ্মী কিলানা দিতাম
বিদায় ও করিয়া
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া।
হে গো হাসি মনে বইছে দামান।
রুমাল মুখো দিয়া
হে গো খুসি মনে বইছে দামান।
রুমাল মুখো দিয়া।
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া,
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া,
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া।
Ami Palongko Sajailam Go Lyrics -
Ami Palongko Sajailm Go
Fuler Mala Diya
He Go Khusi Mone Boicoin Daman,
Rumal Muko Diya
He Go Hasi Mone Boicoin Daman,
Rumal Muko Diya.
তসিবা বেগম এখন সারাদেশের খ্যাতিমান শিল্পী। বেশ কিছু গানের কাজ করছেন তসিবা। সিলেটের এই গায়ক সিলেটি সংলাপ দেওয়ার ক্ষেত্রেও সেরা।
আমাদের কিছু গানের কথা -
4. বাবা তুমি
সবসময় আমাকে অনুপ্রাণিত এবং উত্সাহিত করার জন্য ধন্যবাদ।