Poran Bondhure Lyrics IMRAN | Payel ( পরাণ বন্ধুরে লিরিক্স ) New Bangla Song 2021



এই নতুন গানটির কথা লিখেছেন কবীর বকুল। শাহেদ ইমরান মাহমুদুলের "পরাণ বন্ধুরে" এর সর্বশেষ বাংলা মিউজিক ভিডিও উপস্থাপন করেছেন ইমরান মাহমুদুল।  ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা এবং অভিনয় করেছেন ইমরান মাহমুদুল ও কেয়া পায়েল। 


গানঃ পরাণ বন্ধুরে | পরাণ বন্ধু।

গায়কঃ ইমরান মাহমুদুল ।

গীতিকারঃ কবির বকুল।

মিউজিক প্রোগ্রামিং ও মিক্স মাস্টার : ইমরান মাহমুদুল।

সম্পাদনা: এস এম তুষার।

স্টাইলিশ: তানজিল জনি।

কোরিওগ্রাফারঃ রোহান বেলাল।

অ্যালবাম: একক।

সুর ​​ও সংগীতঃ ইমরান মাহমুদুল।

অভিনয়ঃ ইমরান ও কেয়া পায়েল।



পরান বন্ধুরে লিরিক্স - ইমরান মাহমুদুল।




পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে

আর আসে না,

মেঘে ঐ চাঁদ ঢেকে গেলে

রাত হাসে না। 

একদিন একবার তোমাকে না দেখলে

হায় হায় প্রান যায় রে,

চোখেরই সামনে তাই তুমি থাকো রে

এই মন তাই চায় রে।


পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে।

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে। 


তুমি এতো বেশি অভিমানী

বুঝিনি আগে,

শুধু ভুল করে ভুল বোঝো 

এই আমাকে। 


সেই ভুলটা ভাঙাতে করি বৃথা চেষ্টা

দিনটাই হয় নষ্ট

ভুল না করেও নির্দোষ মনটা

একাকি পায় কষ্ট। 


পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে।

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে।


তোমাকে ভালোবেসে হয়েছি বেহাল

তুমি কি কখনো তা করেছো খেয়াল ?

মনে মনে নাম নেই 

দেখি চেয়ে সামনেই

তুমি আছো ঠাঁই দাড়িয়ে,

দুটি হাত বাড়াতেই

দেখি ছুঁয়ে তুমি নেই,

হাওয়া হয়ে যাও হারিয়ে। 


পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে।

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে।


পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে।

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে..!


পরান বন্ধুরে

পরান বন্ধুরে


পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে।

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে।



Poran Bondhure Song Lyrics English - 


Pakhi khaca bhenge ure gele

Ar ase na meghe ei cad

Dheka gele rat hase na

Ekdin ekbar tomake na dekle

Hay... hay... pran jai re...

Cokher samane tai tumi Khakore

Ei mon tai caire.


Poran bondhure

Tumi jaiyo na dure

Dure gele pran pakhita

Jabere ure

Poran bondhure

Tumi jaiyo na dure

Bhalobasa hoye tumi

Acho mon jure.


Tomake bhalobese hayechi behal

Tumi ki kokhono ta korecho kheyal

Mone mone nam ney dekhi ceye monei

Tumi acho thai dariye

Duti hat baratei

Dekhi chuye tumi nei

Haoya hoiya jao hariye.


Poran bondhure

Tumi jaiyo na dure

Bhalobasa hoye tumi

Acho mon jure

Tomake bhalobese

hayechi behal

tumi ki kokhono ta

korecho kheyal. 



More Imran Mahmudul Song Lyrics 


1. Rakhish Amar Haat Ta Dhore Song Lyrics


2. Jani Pabona Song Lyrics 


3. Tumi Chara Song Lyrics 


4. Naa (না) Song Lyrics by Imran Mahmudul



সবসময় আমাকে অনুপ্রাণিত এবং উত্সাহিত করার জন্য ধন্যবাদ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url